You have reached your daily news limit

Please log in to continue


অসদাচরণের অভিযোগ, উল্টো শুটিং সেটে পুলিশ ডাকলেন চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক-এর বিরুদ্ধে শুটিংয়ে অসদাচরণ অভিযোগ এনে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেছেন নির্মাতা আদিব হাসান।

শুটিংয়ে সময় মতো না আসা এবং এসে একটি সিন করে সবার সঙ্গে খারাপ আচারণ করে শুটিং ফেলে চলে যাওয়ায় ৩ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি নির্মাতার।

জানা গেছে, ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং চলছিল রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে। শুক্রবার ছিল শুটিংয়ের দ্বিতীয় দিন। নাটকের নায়িকা চমক’র কলটাইম ছিল সকাল ১০টায়। তার আসতে দেরি হওয়ায় চমককে কয়েকবার ফোন করেন সহকারী পরিচালক ও অভিনেতা আরশ খান।

বেলা সাড়ে ১১টার দিকে শুটিং সেটে এসেই এ নিয়ে চিৎকার শুরু করেন চমক। মেকআপ রুমেও মেজাজ দেখান তিনি। এরপর শুটিং শুরু হয়। প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার তাকে বলেন, আপা, শটটা খুব সুন্দর হয়েছে। আর তাতেই আবার তেলে-বেগুনে জ্বলে ওঠেন চমক।

নাটকের পরিচালক আদিব হাসান চমককে বলেন, আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন