শোকে স্তব্ধ ছোট পর্দার অভিনয়শিল্পী লারা লোটাস। ৯ দিন ধরে তেমন কারও সঙ্গে কথাও বলছেন না। ফোনও ধরছেন না। এর মধ্যেই তাঁকে পাওয়া গেল ফেসবুক লাইভে। ৩৮ মিনিটের এই লাইভের প্রায় পুরো সময়ই কাঁদলেন অভিনয়শিল্পী। বাবার শোকে প্রতিমুহূর্তেই কান্না যেন বেড়েই চলেছিল। গত ২৬ জুলাই হঠাৎই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। ভেবেছিলেন প্রতিবারের মতো এবারও বাবা হাসতে হাসতে বাসায় ফিরবেন, তা আর হলো না।
শোকে স্তব্ধ লারা লোটাস লাইভে বলেন, ‘আব্বু ছাড়া আমার পৃথিবীটাই অন্ধকার। অনেকেই বলছেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন আমি আব্বুর অভাব আরও বেশি ফিল করছি। আব্বু যে সময়টা থেকে নেই, সেই সময় থেকে এখন পর্যন্ত একরকম হাহাকার লাগছে। যাঁরা আমাকে পৃথিবীতে এনেছেন, তাঁরাই কাছে থাকবেন না, এটা কি কখনো হয়? প্রিয়জন হারালে না পথে থাকা যায়, বাবা হারালে না ঘরে থাকা যায়’, কথাগুলো বলেই বাবা–শূন্যতায় ভেঙে পড়েছেন অভিনয়শিল্পী।