ভারতের মণিপুরে গত ২৪ ঘণ্টার সহিংসতায় নতুন করে পিতা-পুত্রসহ ছয়জন নিহত হয়েছেন।
এ ছাড়াও গতকাল শনিবার সকাল থেকে বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী ওই সংঘর্ষে প্রায় ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ওই সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী ওই এলাকায় বড় আকারের চিরুনি অভিযান শুরু করেছে। ওই অভিযানে গুলিতে আহত এক বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে আজ রবিবার ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলাগুলোতে কারফিউ শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
মণিপুরে গত ১৫ দিনের মধ্যে সবচেয়ে মারাত্মক দিনগুলোর মধ্যে একটি ছিল শনিবার। কারণ, এদিন বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্তের বেশ কয়েকটি জায়গায় দিনব্যাপী মর্টার, গ্রেনেড হামলা এবং উভয় পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে ।
গতকাল বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকায় একটি গ্রামে ভোরের আগে হামলায় পিতা-পুত্রসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়।