তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছিলো মাছ ধরা ট্রলার, ১৮ জেলে উদ্ধার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৬:০৬

সাগরে মাছ ধরতে গিয়ে তলা ফেটে ডুবতে থাকা একটি ফিশিং ট্রালার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। রবিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।


তিনি বলেন, ‘শনিবার (৫ আগস্ট) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন দেন মো. জাকির হোসেন নামে এক জেলে। তিনি জানান, তাদের মাছ ধরা ট্রালার তলা ফেটে সাগরে ডুবে যাচ্ছে। তারা কুতুবদিয়া উপকূলের কাছাকাছি আছেন। উদ্ধারের ব্যবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি।’


আনোয়ার সাত্তার বলেন, ‘কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জুয়েল সেন। তিনি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের নিকটবর্তী এলাকায় ডুবতে থাকা ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us