কিশোরগঞ্জের সরারচর রেলস্টেশনে সিগন্যাল ভুলের কারণে একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
রোববার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এর পর থেকে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ও ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস একই সময় একই লাইনে ঢুকে পড়ে। তবে দুই চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। তবে এই ঘটনায় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
তিনি জানান, ভৈরবের পর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ‘ডাবলওয়্যার ইন্টারলকিং’ পদ্ধতিতে হাতে ক্রসিং দেওয়া হয়।