ভারতের সর্বসাম্প্রতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। যাত্রা শুরুর তিন সপ্তাহেরও বেশি সময় পর এটি কক্ষপথে প্রবেশ করল।
শনিবার এ তথ্য দিয়েছে দেশটির মহাকাশ সংস্থা।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো) নিশ্চিত করেছে যে, চন্দ্রযান-৩, সংস্কৃত ভাষায় আর অর্থ চাঁদের যান, সফলভাবে চন্দ্র কক্ষপথে গিয়ে পৌঁছেছে। খবর আল জাজিরা।
এই অভিযানের বাকিটুকু যদি পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে, তবে চন্দ্রযানটি ২৩-২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করবে। চাঁদের এই অংশটির বেশ অনেকটাই অনাবিষ্কৃত।
চার বছর আগে ভারতের চন্দ্রাভিযানটি ব্যর্থতায় শেষ হয়েছিল। যানটির গ্রাউন্ড কন্ট্রোল অবতরণের আগমুহূর্তে যোগাযোগ হারিয়ে ফেলেছিল।