ডেঙ্গু: চাপ বাড়ছে শিশু হাসপাতালে, ‘গুরুতর’ রোগীও আসছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১১:৫২

ঢাকার শিশু হাসপাতালে জরুরি বিভাগের সামনে শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছেন মায়েরা; দীর্ঘ লাইন এগোচ্ছে ধীরগতিতে, অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ছে সঙ্গে থাকা অসুস্থ শিশুরা।


শিশুদের যন্ত্রণা দেখে অভিভাবকরা মাঝেমধ্যেই ঠেলেঠুলে আগে যাওয়ার চেষ্টা করছেন। আগেভাগেই চিকিৎসকের দেখা পেতে লাইন এড়াতে চাইছেন। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে সেখানে জটলা তৈরি হচ্ছে। নিরাপত্তাকর্মীরা বারবার বলেও লাইন ঠিক রাখতে পারছেন না।


মিরপুরে অবস্থিত বিশেষায়িত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে অপেক্ষারত শিশুদের অধিকাংশই এখন আসছে জ্বর নিয়ে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর থেকে দিন যত যাচ্ছে ভিড়ও বাড়ছে।


অভিভাবকরা জানালেন, ডেঙ্গুর আতঙ্কে জ্বর দেখেই শিশুকে নিয়ে হাসপাতালে আসছেন তারা। এদেরই একজন আসমা বেগম মিরপুর ১১ নম্বর থেকে ৯ বছর বয়সী তাহমিদ হোসেনকে এখানে ভর্তি করিয়েছেন।


আসমা বলেন, “হঠাৎ করে ছেলের জ্বর আসে। পরীক্ষা করেই ডেঙ্গু ধরা পড়ে। ডাক্তার বাসায় চিকিৎসা করে আবার আরেকটা রিপোর্ট করতে বলল। তখন প্লাটিলেট কমে যাওয়ায় শিশু হাসপাতালে ভর্তি করাইছি। একটু বমিও হত।


“এইবারে এত মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে, এই ভয়ে বাচ্চাকে সাথে সাথে ভর্তি করাইছি।”


তার মতো এ হাসপাতালের আশপাশের এলাকার আরও অনেকে তাদের সন্তানকে নিয়ে এসেছেন। ঢাকার বাইরের রোগীও আসছে প্রতিনিয়ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us