রবীন্দ্রনাথ সিঙ্গাপুরে দেওয়া এক ভাষণে বলেছিলেন, “মানুষ যে দেশে বা সংস্কৃতির ক্ষেত্রে জন্মায় সে তার জন্ম- সূত্রেই সেই ক্ষেত্রের সমস্ত অতীতের, সমস্ত ইতিহাসের সহজ অধিকারী হয়ে থাকে।” রবীন্দ্রনাথ জন্মসূত্রে বাঙালি, জন্মভূমি বঙ্গদেশ কিন্তু ওই বঙ্গদেশ ও বাঙালি’র সংস্কৃতি হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতারই পরিশীলিত অংশ। যে কোনও সিভিলাইজেশান নানান উত্থান পতনের মধ্য দিয়ে এগোয়। তাই সেটা অনেকটা কয়লার খনির মতো। কয়লার খনির কালো কয়লা যেমন সুস্বাদু খাদ্য তৈরির জ্বালানি থেকে অন্ধকারকে দূর করতে আলো’র জোগান দেয়, আবার তেমনি ওই কয়লা-খনির সোনা ও হীরা দুই’ই দ্যুতিও ছড়ায়। সোনা’র দ্যুতি কম কিন্তু সে রমনীকে কে আরও রমনীয় করে। আর হীরার দ্যুতি সূর্যের আলোকেও আরো বেশি উজ্জ্বলতা দেয়। আর এই কালো কয়লা থেকে হীরা’র দ্যুতি মিলেই একটি জনগোষ্ঠীর সভ্যতা থেকে উঠে আসা সংস্কৃতি।