পানির অপর নাম জীবন হলেও এবার পানি পানের ফলে অ্যাশলে সামারস নামে যুক্তরাষ্ট্রের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তার। ফলে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। তারপর জ্ঞান হারিয়ে ফেলেন।
অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, সে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।