জুনে চেলসি থেকে আল হিলালে যোগ দিয়েছেন গোলকিপার এডুয়ার্ড মেন্ডি। তার পর থেকে ইংলিশ ক্লাবটি গোলকিপিং অপশন জোরদার করার লক্ষ্যে নতুন কাউকে খুঁজছিল। শেষ পর্যন্ত স্প্যানিশ গোলকিপার রবের্ত সানচেসকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে দলে ভিড়িয়েছে চেলসি।
২৫ বছর বয়সী স্ট্যামফোর্ড ব্রিজে সাত বছরের চুক্তি করেছেন। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, সানচেসকে ২৫ মিলিয়ন পাউন্ড দেবে তারা।