ফোঁপাতে ফোঁপাতে জুনহাইয়ের প্রবেশ। কন্যাধন্য কার্টুনিস্ট পিতা চিন্তিত হয়ে উঠলেন; কী হয়েছে মামণি, তুমি কাঁদছ কেন?
আব্বু তুমি নাকি তোমার নাম কেটে অন্য লোকের নামে কাগজে কার্টুন ছাপছ? জুনহাই আরও জোরে ফুঁপিয়ে উঠল।
মামণি, এটা সংস্কৃতি জগতের একটি স্টাইল, মা-বাবার দেওয়া নামে না লিখে অন্য নামে, মানে ছদ্মনামে লেখালেখি।
এটা তো লেখা না, কার্টুন। এটা তুমি অন্যের নামে ছাপবে কেন?
এই যে ধরো তোমার শওকত ওসমান দাদু ছদ্মনামে লিখেন...।