রাশিয়ার তেল রপ্তানির ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা এবং বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব উৎপাদন কমিয়ে দেওয়ার কারণে বিশ্ববাজারে পণ্যটির চাহিদা ও দামে পরিবর্তন দেখা দিয়েছে। অর্থাৎ বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছর যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এশিয়া ও ইউরোপের বাজারে পণ্যটির দাম কিছুটা কমেছে।
ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, গত জুন মাসে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ‘ডব্লিউটিআই মিডল্যান্ড’ বাজারে আসার পর থেকে শুধু তাদের রপ্তানিই বৃদ্ধি পায়নি বরং তা ব্রেন্ট, ইউরোপীয়, আফ্রিকান, ব্রাজিলিয়ান ও এশীয় তেলের দাম নিয়ন্ত্রণেও সাহায্য করেছে। জুলাই মাসে সৌদি আরবের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের পর বৈশ্বিক বাজারে তেলের ঘাটতি দেখা দিতে পারে বলে ভাবা হচ্ছিল। সেই অবস্থাকে স্থিতিশীল রাখতে এখন সাহায্য করছে যুক্তরাষ্ট্রের বাড়তি তেল রপ্তানি।