নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলেছে সৌদি আরব। একই সঙ্গে সশস্ত্র সংঘাতের শিকার এলাকায় না যেতে সর্তক করা হয়েছে। এক বিবৃতে এ তথ্য জানায় লেবানস্থ সৌদির দূতাবাস। খবর আল-আরাবিয়ার
বিবৃতে আরও বলা হয়, লেবাননে যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেটি যেন সবাই মেনে চলে। এছাড়া লেবাননে সৌদি নাগরিকরা কোনো সমস্যায় পড়লে দুটি জরুরি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত ২৯ জুলাই লেবাননের দক্ষিণ দিকে ফিলিস্তিনিদের ইন এল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্পে ফাতাহ ও অন্যান্য সশস্ত্র দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। যাদের সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য।