চট্টগ্রামে একটি প্রাইভেট কার কন্টেইনারের নিচে চাপা পড়ে গাড়ির যাত্রীরা আহত হয়েছেন।
শনিবার সকালে সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেট কারটি সীতাকুণ্ডের দিক থেকে এসে ফৌজদার হাটে ইউটার্ন করেছিল। এসময় এটি ঢাকামুখী দ্রুতগামী কন্টেইনারবাহী একটি টেইলরের সামনে পড়ে গেলে চালক গতি নিয়ন্ত্রণ করতে টেইলরটি সড়ক বিভাজকের উপর তুলে দেওয়ার চেষ্টা করে। এসময় টেইলরে থাকা কন্টেইনারটি শিকল ছিঁড়ে প্রাইভেট কারের উপর গিয়ে পড়ে।