প্রতিবেশী নাইজারে হওয়া অভ্যুত্থানে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পশ্চিম আফ্রিকার আরেক দেশ চাদ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহীম।
গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। সে সময় দেশটির প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে। তারপর নিজেকে দেশটির শাসক ঘোষণা করেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জেনারেল আবদুরাহমানে তচিয়ানি।