যাত্রাপথে জরুরি প্রয়োজনে অনেক সময় পাবলিক চার্জিং স্টেশন অনেকেই ব্যবহার করে। ট্রেন স্টেশন, বিমানবন্দর, হোটেলের ওয়েটিং এরিয়ায় এ ধরনের চার্জিং স্টেশন থাকে। তবে এগুলো ব্যবহারে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এসব পোর্টের মাধ্যমে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া সম্ভব বলে সতর্ক করে দেয়া হয়েছে। খবর সিএনএন।
গত সপ্তাহে এফবিআইয়ের ডেনভার শাখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, শপিং মল ও বিমানবন্দরে যে ইউএসবি স্টেশনগুলো থাকে সেগুলোর মাধ্যমে হ্যাকাররা ম্যালওয়্যার ও নজরদারি সফটওয়্যার ছড়ায়। এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, নিজস্ব চার্জার ও ইউএসবি কর্ড বহন করা ভালো এবং সরাসরি পিন সকেট ব্যবহার করা ভালো।