২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই বিদ্রোহীদের প্রতিরোধ মোকাবিলা করে যেতে হচ্ছে দেশটির সেনাবাহিনীকে।
সম্প্রতি জান্তা সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিলিশিয়া বাহিনী বিপিএলএ। সামরিক বাহিনী ক্ষমতা দখলের দুমাস পর মাত্র ১৭ জন আর্মি নিয়ে গড়ে ওঠে এই বাহিনী- বামার পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ)। তবে শিবিরে এখন এক হাজার যোদ্ধা রয়েছে।