আরও এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। দুঙ্গারপুর জেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিন যুবক পলাতক।
বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। অন্য দিকে, মরুরাজ্যের ভিলওয়াড়ায় ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর প্রমাণ লোপাট করতে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেই ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যেই ভোটমুখী রাজস্থানে আরও এক গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। দুঙ্গারপুরের ঘটনায় পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তিন যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিশোরীর এক আত্মীয়ও অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর।