অনলাইনে ইবে ডটকম চালু

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১০:০২






অনলাইনভিত্তিক নিলামের জনপ্রিয় ওয়েবসাইট ইবে ডটকম অনলাইনে চালু হয়। ইবে ইনকরপোরেটেড এই সাইটের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইবে এখন বহুজাতিক ই–কমার্স প্রতিষ্ঠান।


১৯৯৫ সালে ফ্রান্সে জন্ম নেওয়া ইরানি–মার্কিন বংশোদ্ভূত কম্পিউটার প্রোগ্রামার পিয়েরা ওমিজা ইবে প্রতিষ্ঠা করেন। এখন তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ২০১৯ সালের তথ্য অনুসারে ৩২টি দেশে ইবের কার্যক্রম চলে। ক্রেতারা ইবে ওয়েবসাইট বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। কিন্তু বিক্রেতাদের নির্দিষ্ট ফি দিয়ে এই সাইটে পণ্য তুলতে হয়। পণ্য বিক্রি হয়ে গেলে আবার আলাদা ফি দিতে হয় বিক্রেতাদের।












প্রথমে নিলামের মাধ্যমে ইবেতে পণ্য কেনাবেচা হতো। পরে ‘এখনই কেনা যাবে’ এমন সুবিধা দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ জুলাই থেকে বিভিন্ন আয়োজনের টিকিট বিক্রি হয় ইবেতে।


 






সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us