মশার কামড় থেকে বাঁচতে আমরা নানাভাবে মশা তাড়ানোর উপায় বেছে নিই। বর্ষা মৌসুমে মশার উপদ্রব বাড়ে। সেই সঙ্গে বাড়ে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। মশা তাড়াতে কয়েল খুব জনপ্রিয়। কিন্তু কয়েল কতটা স্বাস্থ্যকর তা নিয়ে দ্বিমত আছে। তাই মশা তাড়াতে আমরা কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারি।
পানি জমিয়ে না রাখা বা পানি জমতে না দেওয়া : জমা পানি হলো মশার আঁতুড়ঘর। বাড়ির আশপাশে পানি জমে থাকলেই মশার উপদ্রবে নাজেহাল হতে হবে। তাই ঘরের কোথাও পানি জমতে দেওয়া চলবে না।
সেই সঙ্গে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখবেন না। ছাদে বৃষ্টির পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখা। বাড়ির ডাস্টবিনে পানি জমছে কি না খেয়াল রাখুন। খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন।