বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ফেইসুকে ’সাম্প্রদায়িতকতা, বিদ্বেষ ও সহিংসতা’ ছড়ানো কন্টেন্ট ঠেকাবে সোশাল মিডিয়া কোম্পানি মেটা।
বৃহস্পতিবার ফেইসবুকের এই মূল প্রতিষ্ঠানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন।
বৈঠকে নির্বাচনের সময় ফেইসবুকে নানা ধরনের অপপ্রচার রোধে মেটার ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “আজকে আমরা ফেইসবুকের একটা টিমের সাথে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল।
“মূলত ব্যাপারটা ছিল ফেইসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাসূচক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা (মেটা) ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিং এর বিষয়।”