সম্পর্ক ভেঙে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের। আর্জেন্টাইন সিঙ্গার টিনি স্টইসেলের সঙ্গে ২০২২ সাল থেকে প্রেম করছিলেন তিনি। ওই বছরের এপ্রিল থেকে প্রকাশ্যে ডেটিং শুরু করেন তারা।
সম্পর্কে ভেঙে যাওয়ার কারণ দূরত্ব বলে উল্লেখ করেছেন বুয়েন্স এইরেসের সিঙ্গার টিনি। রদ্রিগো এবং টিনি দু’জনই সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে জানিয়েছেন যে, একসঙ্গে কাটানো সময় উপভোগ্য ছিল।
টিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন। এরপর রদ্রিগো এবং টিনির ভক্তরা সেখানে মন খারাপের রিঅ্যাক্ট দিয়েছেন। কাতার বিশ্বকাপে এই জুটি বেশ আলো কেড়েছিল। আর্জেন্টিনায় বেশ জনপ্রিয় ছিল এই জুটি।