বৃষ্টিতে ভিজে মোবাইল ফোন বন্ধ?

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:১৬

বৃষ্টিতে ভিজে বন্ধ হয়ে গেছে প্রিয় মোবাইল ফোনটি? মোবাইল ফোন ভিজে গেলে যা করতে হবে- 


•    তাৎক্ষণিকভাবে সেটটি বন্ধ করে দিন, সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন, প্রয়োজনে কেসিংও খুলে ফেলুন এবং শুকনো কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন 
•    ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কি প্যাড, কেসিং ফ্যানের বাতাসে খুব ভালোভাবে শুকিয়ে ফেলুন 
•    অনেক সময় প্রিয় সেটটি বৃষ্টির মধ্যে রাস্তার পানিতে হাত ফসকে পড়ে যেতে পারে। তাই পড়ে গেলেও যেন সেটটি নিরাপদ থাকে এজন্য পছন্দমতো প্লাস্টিকের কোনো কভার ব্যবহার করুন
•    তবে বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ 
•    ভিজে যাওয়ার ঝুঁকি থাকলে বৃষ্টির সময় ছবি তুলতে বা ফোনে কথা বলার জন্য মোবাইল ফোন বের করবেন না
•    ভেজা ফোনটি সম্ভব হলে চালের পাত্রে কিছুক্ষণ রেখে দিন, পানি টেনে নেবে 
•    তারপরও সেটে কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে দেখান।


কথা বলে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, সময় দেখা, সকালে অ্যালার্মে ঘুম থেকে উঠে দিন শুরু করাসহ আমাদের জীবনের প্রতিটি সময়ের সঙ্গী এখন মোবাইল ফোন। বৃষ্টির এই পুরো সময়টাই ফোনটি ব্যবহারে বিশেষভাবে সতর্ক থাকুন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us