আইএমএফের ঋণ পরিশোধে রিজার্ভ থেকে ‘এক ডলারও’ ব্যয় করবে না আর্জেন্টিনা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:০৬

চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।


মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us