রংপুরবাসীর প্রাপ্তি ও প্রত্যাশা

ইত্তেফাক মাহামুদুল হক প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১১:৩৩

১১ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুর সফরে এলেন। গতকাল তিনি রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে ভাষণ দিয়েছেন। রংপুরে তার এই আগমন শুধু রাজনৈতিক যোগাযোগই নয়, এ অঞ্চলের ভাগ্যোন্নয়নের সঙ্গেও সম্পর্কিত। রংপুরবাসীর প্রাপ্তি থেকে অনেক প্রত্যাশারও জন্ম নিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশির ভাগ সময় ক্ষমতায় থেকেছে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া দীর্ঘ মেয়াদে যারা শাসনক্ষমতায় থেকেছেন তারা সবাই এ অঞ্চলের মানুষ। জিয়াউর রহমান বগুড়ার, এইচ এম এরশাদ রংপুর শহরের সন্তান এবং খালেদা জিয়া দিনাজপুরের সন্তান ও বগুড়ার বউ। আশ্চর্যজনক হলেও সত্য যে, এ অঞ্চলের মানুষ রাষ্ট্রক্ষমতায় থেকেও নিজের এলাকা রংপুর অঞ্চলের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন পাটাতন নির্মাণ করেননি বা করতে পারেননি। অথচ শাসকগণ দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন—এটা সবার কাম্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us