অভিনয়ে প্রশংসা পেলেও তৃষ্ণা থেকেই যায়। কাজের তালিকা দীর্ঘ হলেও শেষ হয় না কাঙ্ক্ষিত চরিত্রের সন্ধান। তারপরও কিছু চরিত্র বারবার মনের পর্দায় ভেসে ওঠে। তেমনই প্রিয় কিছু চরিত্র নিয়ে কথা বলেছেন এ সময়ের দর্শকপ্রিয় চার তারকা।