মার্ক জাকারবার্গ কোন স্মার্টফোন ব্যবহার করেন?

প্রথম আলো প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ০৭:৩৩

কেউ আইফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ আবার পছন্দ করেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কোন অপারেটিং সিস্টেম পছন্দ করেন অথবা তিনি কোন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোন ব্যবহার করেন তা জানতে আগ্রহী অনেকেই। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গের হাতে ফোন দেখার পর সেটির মডেল বা নির্মাতা প্রতিষ্ঠানের নাম জানার জন্য প্রযুক্তিবিশ্বে চলছে নানা জল্পনাকল্পনা।


কয়েক বছর আগে জাকারবার্গ জানিয়েছিলেন, আইওএস নয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই তাঁর পছন্দ। আর তিনি স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন ব্যবহার করেন। তবে কোন মডেলের স্মার্টফোন ব্যবহার করেন, তা তিনি জানাননি। ২০২০ সালে এক অনুষ্ঠানে জনপ্রিয় ইউটিউবার মারকেস ব্রাউনলি জাকারবার্গের কাছে জানতে চান, পকেটে কোন মডেলের স্মার্টফোন রয়েছে? প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছিলেন, ‘আমি কয়েক বছর ধরে স্যামসাং স্মার্টফোন ব্যবহার করছি। আমি স্যামসাংয়ের একজন বড় ভক্ত। তারা অনেক ভালো ফোন তৈরি করে।’ সেবারও ফোনের মডেলের নাম এড়িয়ে যান জাকারবার্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us