রাশিয়ার রাজধানী মস্কোর সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে তুর্কমেনিস্তানের প্রধান এয়ারলাইন কোম্পানি। রুশ রাজধানীতে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এক বিবৃতিতে তুর্কমেনিস্তান এয়ারলাইন্স বলেছে, মস্কোর আকাশসীমা পরিস্থিতি এবং ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি পর্যালোচনার পর তুর্কমেনিস্তান এয়ারলাইন্সের আশগাবাট-মস্কো-আশগাবাট রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে।কোম্পানিটি জানিয়েছে, মস্কোর বদলে তাদের ফ্লাইট কাজান যাবে।