জনসমক্ষে সংক্ষেপে ও স্পষ্ট বার্তা দেওয়া- এই একটি নিয়ম অনুসরণ করেন গুগলের সিইও!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৬:৫৬

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট সম্প্রতি তাদের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চাইতেও ভালো মুনাফা লাভের খবর জানিয়েছে। আর্নিংস কলের সময় অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে থাকা বিশ্লেষকরাও মুগ্ধ হয়েছিলেন। 'আর্নিংস কল' হলো ব্যবসার পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে একটি কোম্পানির সিনিয়র ম্যানেজার-কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সভা।


বেশিরভাগ সময়ই পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর আর্নিংস কল সাধারণ মানুষ মনোযোগ দিয়ে শোনে না, যদি না তারা শেয়ারহোল্ডার হয় কিংবা কোম্পানির ভবিষ্যতের উপর তাদের স্বার্থ নির্ভর করে। কিন্তু হার্ভার্ড ইনস্ট্রাক্টর ও লেখক কারমাইন গ্যালো জানিয়েছেন, তিনি নিয়মিত কোয়ার্টারলি কল শোনেন যখন তিনি জানেন যে মাইক্রোফোনের পেছনের বক্তা একজন দক্ষ যোগাযোগকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us