৭ ইঞ্চির ফোরকে ডিসপ্লেসহ এক্সপেরিয়া ফ্লিপ

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৬:৩২

সনি বর্তমানে প্রথম ফোল্ডেবল সেলফোন বাজারজাত করবে খুব শিগগিরই। এক্সপেরিয়া ফ্লিপ নামে এটি বাজারে আসবে। টিপস্টার আরজিক্লাউডসের তথ্যানুযায়ী, এক্সপেরিয়া ফ্লিপের ফোল্ডিং ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর আদলে। ভেতরের দিকে ৭ ইঞ্চির ফোরকে ডিসপ্লে থাকতে পারে, যার আসপেক্ট রেশিও হবে ২১:৯।


টিপস্টারের আরও জানিয়েছে, ডিসপ্লের বৈশিষ্ট্য আকর্ষণীয় হলেও খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। বর্তমানে বাজারে যেসব ফোল্ডেবল ডিভাইস রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য, ডিসপ্লে, ক্যামেরা ও সফটওয়্যার অনেক বেশি উন্নত। প্রতিযোগিতার বাজারে টিকে থাকলে হলে সনিকে অনেক বেশি আপডেট ও আকর্ষণীয় কিছু আনতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সনির নতুন ফোল্ডেবল ডিভাইসটি কবে বাজারে আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানাননি। নতুন নতুন বাজারে আনার ব্যাপারে সনির বেশ সুনাম আছে প্রযুক্তি বাজারে। তাই নতুন এক্সপেরিয়া ফ্লিপ ডিভাইস স্মার্টফোন বাজারে ভালো প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us