বকেয়া বেতন ও ছুটি ভাতার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।
বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে স্টাইল ক্রাফট নামের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জুন ও জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া গত দুই বছরের ছুটি ভাতাও দেয়নি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে দুপুরে কারখানা কর্মকর্তা ও মালিক পক্ষ কারখানা থেকে চলে যান। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।