ছবিটি সত্যিই ঐতিহাসিক। এবং সেটি মুক্তির আগেই। কারণ, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বায়োপিক নির্মাণের উদ্যোগ নেওয়া হলো। তাও আবার, ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে।‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের আলোচিত এই ছবিটির সম্পাদনা নিয়ে মাঝে জটিলতা হলেও এরমধ্যে চূড়ান্ত হয়েছে সবকিছু।
অবশেষে আজ, ১ আগস্ট জানা গেলো ছবিটি পেয়েছে মুক্তির ছাড়পত্র। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সোমবার এ সনদ প্রদান করে। ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তথ্যমন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এই ঐতিহাসিক সিনেমায় প্রায় দেড়শত চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন।