রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে’ মনোনীত হয়েছে ‘সাঁতাও’। গণ-অর্থায়নে সিনেমাটি নির্মাণ করেছেন খন্দকার সুমন।
আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে উক্ত উৎসবের ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ প্রদর্শিত হবে।
তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ এবং রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগীতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। এই বছর ‘রাশিয়া- দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান এই নয়টি দেশের দশটি সিনেমা মনোনীত হয়ছে। ‘সাঁতাও’ চলচ্চিত্রের নির্মাতা খন্দকার সুমন বলেন, এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় আমি খুব আনন্দিত।