দ্বিতীয় স্ত্রী হত্যা মামলার জামিনে বেরিয়ে প্রথম স্ত্রীকে খুন, মৃত্যুদণ্ড

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৫:৫৪

ময়মনসিংহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর জামিনে বের হয়ে প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম (৬০) ময়মনসিংহ সদরের ফকিরাকান্দা বয়রা এলাকার বাসিন্দা।


মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, আসামি ফখরুল ২০০১ সালের ১৬ আগস্ট তার দ্বিতীয় স্ত্রী তানিয়াকে হত্যা করে। এর দায়ে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ বাড়িতে ঘুমিয়ে থাকা প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে জবাই করে হত্যা করে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় জামিনে মুক্তি পেয়ে আসামি দ্বিতীয়বার একই ধরনের অপরাধ সংঘটিত করেছে বলে আদালত প্রমাণ পায়। সেই প্রেক্ষিতে আদালত আসামীকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us