পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে অনাগ্রহ দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাই তাকে এই মৌসুমেই বিক্রি করে দিতে চায় পিএসজি।
যদিও বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এখনো এক মৌসুম বাকি। কিন্তু এমবাপ্পের মতো তারকাকে বিনামূল্যে ছাড়তে নারাজ ফরাসি ক্লাবটি। তাই এমবাপ্পের জায়গা পূরণ করতে উসমান দেম্বেলেকে চায় তারা।
পিএসজির দেওয়া প্রস্তাবে দেম্বেলে রাজিও হয়েছেন। অপেক্ষা শুধু বার্সেলোনার সবুজ সংকেতের। তবে বার্সা কোচ জাভি হার্নান্দেস তার প্রিয় খেলোয়াড়কে হারাতে চান না কোনোভাবেই। সেজন্য সবধরনের চেষ্টাই করেছেন তিনি। কিন্তু সফল হতে পারেননি। তাই ক্লাব ম্যানেজমেন্টকে বলে দিয়েছেন দেম্বেলের বিকল্প খোঁজার জন্য। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।