সকাল থেকেই অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম বেশ সরব। ওভালে অ্যাশেজের শেষ টেস্টের পর ‘রীতি’ মেনে অস্ট্রেলিয়া দলকে বিয়ার পানের আমন্ত্রণ জানায়নি ইংল্যান্ড দল—ছড়িয়ে পড়ে এমন খবর। এমনকি অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হলেও ইংলিশরা নাকি সাড়া দেয়নি। শেষ পর্যন্ত এ নিয়ে তৈরি হওয়া ‘ধোঁয়াশা’ পরিষ্কার করতে এগিয়ে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকসই। তিনি জানিয়েছেন, ড্রেসিংরুমে নয়, বরং নৈশক্লাবে একত্র হয়েছে দুই দল।
দুর্দান্ত একটি সিরিজ শেষ পর্যন্ত শেষ হয়েছে ২-২ সমতায়। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড শেষ সেশনে গিয়ে জিতেছে ওভালে। ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে তৃতীয় টেস্ট ভেসে যাওয়ার পরই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের অপেক্ষা বেড়েছে তাদের।