ফুটবলের আরেক তারকা পাড়ি দিলেন সৌদি আরবে। ব্রাজিলের মিডফিল্ডার ফ্যাবিনহো লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে নাম লিখলেন। সোমবার সৌদি ক্লাব এক ঘোষণায় এই তথ্য জানায়।
ফ্যাবিনহোর দাম ও অন্য আর্থিক বিষয়গুলো প্রকাশ করা না হলেও ব্রিটিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, ৪ কোটি ইউরোতে তাকে কিনেছে সৌদি প্রো লিগ ক্লাব।
শোনা যাচ্ছিল, ফ্যাবিনহোর কুকুর সৌদি আরবে ঢোকার অনুমতি না পাওয়ায় চুক্তি বিলম্বিত হবে। সেই ইঙ্গিত দিয়ে আল ইত্তিহাদ মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) একটি ভিডিও পোস্ট করেছে, যার শিরোনাম, ‘বাঘেরা ঢোকার অনুমতি পেয়েছে।’