বাঙালি জাতির জীবনে আগস্ট মাস স্থায়ী কলঙ্কের মাস হিসেবে পরিগণিত হবে ইতিহাসের পাতায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার ভেতর দিয়ে যে কৃষ্ণকাল নেমে এসেছিল এই ভূখণ্ডে, তা কখনো বিস্মৃত হবে না বাঙালি চিত্ত থেকে। এটা শুধু ব্যক্তি বা পরিবারের বিনাশ নয়, বাঙালি জাতির সুদীর্ঘকালের অর্জনকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত ষড়যন্ত্র বললেও তা যথেষ্ট হবে না। একটি জাতিগোষ্ঠীর আবহমান কালের সংস্কৃতি, মূল্যবোধ, আত্মপরিচয়ের সন্ধানের প্রয়াসকে নির্দয়ভাবে ধ্বংস করার হিংস্র কার্যক্রম চলেছিল ১৯৭৫ সালের এই মাসে। যদি পঁচাত্তরের আগস্ট মাস আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব—এর দুটি অংশ। প্রথম অংশ আগস্টের সূচনা থেকে ১৫ তারিখ এবং দ্বিতীয় অংশ ১৫ আগস্ট থেকে একটা গোটা সময়, যা চলেছিল সুদীর্ঘ দুই দশকের অধিককাল পর্যন্ত। শুধু তাই নয়, বাঙালি জাতিকে এ অভিশাপ বহন করতে হবে আর কতকাল, কে জানে!
আগস্টের প্রথমাংশ ঘাতক ও দেশি-বিদেশি চক্রান্তকারীদের নৃশংস আয়োজনের প্রস্তুতি পট। এ সময়টায় তারা নিজেদের পরিকল্পনা সাজিয়েছে, প্রশাসনে গুপ্তচরদের দায়িত্ব বণ্টন করেছে, রাজনীতিতে ব্যাপক অদৃশ্য মুখোশ ছড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর উদারতার রন্ধ্রপথে প্রবিষ্ট করেছে মৃত্যুবাণ। আন্তর্জাতিক চক্রান্তকারী ব্যক্তিগুলোকে করেছে সংহত এবং নির্ধারিত সময়ে ইতিহাসের কলঙ্কজনক নৃশংসতা প্রদর্শন করে বাঙালির শ্রেষ্ঠ অর্জন রক্তরঞ্জিত করেছে।