পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে ভয়াবহ ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের সমাবেশ চলাকালে ওই হামলার ঘটনা ঘটে। যাতে অন্তত ২০০ জন গুরুতর আহত হন। পরে আশপাশের হাসপাতালে ‘জরুরি অবস্থা’ ঘোষণার পাশাপাশি আশঙ্কাজনক রোগীদের হেলিকপ্টারযোগে পেশোয়ারসহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয়। এরপর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।
এ বিষয়ে কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি এসে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। হামলায় নিহতদের মধ্যে জেইউআই-এফ দলের তহসিল খারের আমির জিয়াউল্লাহ জানও রয়েছেন। বাজাউর জেলার সরকারি এক কর্মকর্তা ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন।