অক্টোবরে বাজারে আসতে পারে আইফোন ১৫। কিন্তু এর মধ্যেই আইফোন সম্পর্কিত কিছু তথ্য বাজারে ছড়িয়ে পড়েছে। এসব তথ্যের মধ্যে বিশেষ দুটি হলো আইফোনের চার্জিং পোর্ট আর বেজেল’র মাপ।
আইফোন ১৫ প্রো আর প্রো ম্যাক্স’র ওপরের দিকটায় পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম এনগেজেট। এখানে লো-ইনজেক্টিং প্রেশার ওভার বা লিপো মডেলিংয়ের কারণে আইফোনের ধার (পার্শ্ব এলাকা) ২ দশমিক ২ মিলিমিটার থেকে কমে ১ দশমিক ৫ মিলিমিটার হচ্ছে। এই মডেলটি অ্যাপল প্রথম ব্যবহার করেছিল তার ওয়াচ সিরিজ ৭- এ।
আইফোন ১৫-তে লাইটেনিং চার্জারের বদলে এবার ব্যবহার করা হতে পারে ইউএসবি-সি পোর্ট। এতে ব্যবহারকারীদের অতিরিক্ত একটি ক্যাবল ব্যবহারের প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।