স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে যান রাঙ্গামাটির পথে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গামাটি জেলা। লেক, বন-বনানী, ঝর্ণা আর সবুজ পাহাড়ে বেষ্টিত দেশের সর্ববৃহৎ এ জেলাটি প্রাণপ্রাচুর্যে ভরপুর অপূর্ব এক স্থান।
পর্যটকের পদচারণায় প্রায় সব ঋতুতেই মুখরিত থাকে রাঙ্গামাটি। ৩-৪ দিন হাতে নিয়ে আসলে বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব।
চলুন জেনে নিই ঘুরে দেখার মতো রাঙ্গামাটির কিছু স্থানের নাম-
কাপ্তাই হ্রদ
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ রাঙ্গামাটির অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এই হ্রদের আয়তন ১১ হাজার বর্গ কিলোমিটার। কৃত্রিম হ্রদ হলেও এর সৌন্দর্য মুগ্ধ করবে যেকোনো মানুষকে। হ্রদের চারপাশ জুড়ে ছোট-বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝরনা যেন কাপ্তাইয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় বহুগুণে।