সাবসিডিয়ারি এমএফস প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রস্তাবিত ‘বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি’তে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় বড় ধরনের কোনো বিনিয়োগ বা ব্যবসায় নতুন কিছু সংযোজিত হলে বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) জানাতে হয়।
সোমবার ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগে যাবে ব্র্যাক ব্যাংক।