প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা অল্প কথায় শেষ করলেও পরীক্ষায় ‘অকৃতকার্য’ শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ গুরুত্ব দিয়ে কয়েকটি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি অকৃতকার্য ছাত্রদের বলব, হতাশ হওয়ার কিছু নেই। তুমি অকৃতকার্য হয়েছ; কিন্তু যদি একটু মনোযোগী হও, তবে তুমি ভালো ফলাফল পেতে পারো।’ অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো ফল করতে পারে, সেদিকে শিক্ষকদের আরও মনোযোগী হতে বলেছেন। কিন্তু সবচেয়ে মূল্যবান কথা তিনি বলেছিলেন অভিভাবকদের উদ্দেশে। সেটাই ছিল প্যারেন্টিংয়ের সারকথা। বলেছেন, ‘আপনার শিশুদের অন্য ব্যক্তির শিশুদের সঙ্গে তুলনা করবেন না বরং তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশ করতে দিন। তাদের তিরস্কার করবেন না বরং তাদের আরও স্নেহ-ভালোবাসা দিন, যাতে তারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে।’