দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি বিকাশ লিমিটেড চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮ কোটি টাকা মুনাফা করেছে।
এর আগের বছর একই সময়ে কোম্পানিটির ৪২ কোটি টাকা লোকসান ছিল।
যদিও জানুয়ারি-জুন পর্যন্ত অর্ধবার্ষিকে কোম্পানিটি এখনও পরিচালন লোকসানে রয়েছে। মূলত বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে থাকা আমানত থেকে সুদ আয় বৃদ্ধি পাওয়ায় বিকাশকে মুনাফায় ফিরতে সহায়তা করেছে।