নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে একাধিকবার বন্ধুত্বের গল্প উঠে এসেছে। সেগুলো দর্শকের মনেও ফেলেছিল পছন্দের ছাপ। সেই ছকেই নতুন কাজের ঘোষণা দিলেন এই নির্মাতা। তবে এখানে আছে বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয়। বন্ধুত্ব আর দুর্ঘটনার সমন্বয়েই নতুন সিনেমাটি বানাচ্ছেন তিনি।
ছবিটির নাম ‘ফ্লাইট ২২৭’। ঘোষণা দিলেও এখনও এর অভিনয়শিল্পী কিংবা গল্প সম্পর্কে কিঞ্চিৎ মুখ খোলেননি নির্মাতা আরিয়ান। তবে এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এই ওয়েব ফিল্মে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। যিনি এর আগে আরিয়ানের নির্মাণে ‘ব্যাচ ২৭’ নামের টেলিছবিতে অভিনয় করেছিলেন। সেখানেও বিমানের সংযোগ ছিল। কানাঘুষা চলছে, নতুন সিনেমার সঙ্গে ওই গল্পের সূত্র থাকতে পারে।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন অপূর্ব। অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এডমিনের বরাতে বলেছেন, তিনি এই কাজটিতে যুক্ত নন। তবে আরিয়ানের অন্য একটি প্রজেক্ট নিয়ে তার সঙ্গে আলাপ চলছে।