দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল রোববার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এদিন ছিল জায়েদ খানের জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত এই নায়ক। তবে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের শুভেচ্ছা ছিল জায়েদ খানের জন্য অনন্য পাওয়া।
জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে শাওন বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’
তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’