দুই সপ্তাহের কিছু বেশি হলো নিউইয়র্কে এসেছি। উদ্দেশ্য নাতিদের সঙ্গে সময় কাটানো। এখন আমেরিকায় স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি। স্কুল বন্ধ হলেও চলছে নানা শিক্ষাক্রমবহির্ভূত ক্যাম্প। বড় নাতি যায় বেসবল খেলার ক্যাম্পে এবং ছোট নাতি সায়েন্স ক্যাম্পে। তারা সকালে ক্যাম্পে গিয়ে বিকেলে ফিরে আসে। মেয়ে ও জামাইয়ের সঙ্গে ভাগাভাগি করে আমরা তাদের ক্যাম্পে আনা-নেওয়া করি। ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ খানিকটা অবসর। সে সময়ে আমি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে যাই। উদ্দেশ্য ‘সবুজ ও টেকসই জ্বালানি’ বিষয়ে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসকে ও ‘অ্যাডাম স্মিথ ও বাংলাদেশে অনর্থনীতি চর্চা’ বিষয়ে বাংলার পাঠশালাকে প্রতিশ্রুত দুটি নিবন্ধ লেখা।