এই নিবন্ধ লেখার সময় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। তাতে যথারীতি মাঠের বিরোধী দল বিএনপি অংশ নিচ্ছে না ঘোষণা দিয়েই আর সেটি হলো, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আর মাত্র চার-পাঁচ মাস বাকি। এ অবস্থায় এমন উপনির্বাচনের আয়োজন বাধ্যতামূলক হলেও দুর্ভাগ্যজনক বলা যায়।
যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন মাত্র কয়েক মাসের এমপি। এতে প্রধান বিরোধী দল অংশ নিলে অবশ্য সরকারের জনপ্রিয়তার একটা পরীক্ষা হয়ে যেত জাতীয় নির্বাচনের আগমুহূর্তে। সেটা যখন হচ্ছে না, তখন দুশ্চিন্তা ভোট পড়ার হার নিয়ে।