পাকিস্তানে একটি ইসলামি দল আয়োজিত সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন শতাধিক। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য ডনের।
রোববার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বাজাউর জেলায় এই হামলার ঘটনা ঘটে।
খবরে জানানো হয়, হামলাটি হয় পাকিস্তানের ক্ষমতাসীন জোটের নেতা মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এ হামলায় জেইউই-এফ দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হয়েছে।