ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’, মন্ত্রীদের শপথ ৩ আগস্ট!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ২২:০৯

সবসময় শুটিং কিংবা সেন্সর নিয়ে হট্টগোলে থাকা মানুষ মোস্তফা সরয়ার ফারুকী। অথচ ‘শনিবার বিকেল’ যুদ্ধের পর অনেকটাই যেন চুপচাপ এই তারকা নির্মাতা। তবে সেই নীরবতা যে নতুন এক মন্ত্রণালয় গড়ার কাজে নিবেদিত ছিলো, সেটি টের পাওয়া যায়নি একদমই। নিশ্চিত হওয়া গেছে এরমধ্যে তিনি গঠন করেছেন ‘মিনিস্ট্রি অব লাভ’!


যে মন্ত্রণালয়ে তিনি নিযুক্ত করেছেন ১২ জন মন্ত্রী। ঢাক পিটিয়ে ৩ আগস্ট সন্ধ্যায় হোটেল শেরাটনে হতে যাচ্ছে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতাও। নিশ্চিত, শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই। চাঞ্চল্যকর এই খবরটি রবিবার (রাতে) নিশ্চিত করলেন মোস্তফা সরয়ার ফারুকীর প্রাক্তন সেনাপতি রেদওয়ান রনি। যিনি এখন কর্মরত আছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও হিসেবে।


জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। মূলত, সেই খবরটিই ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হবে ৩ আগস্ট।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us